
নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর সিরাজদিখান উপজেলা মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে স্বীকৃতি পাওয়ায় মাওলানা মুহাম্মদ আমির হোসাইন কে সংবর্ধনা দেওয়া হয়েছে ।
রবিবার (৩০জুলাই) ১০ টার দিকে মাদ্রাসা মিলনায়তনে খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি এলাকাবাসী শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজীব,১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদ,খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ছানাউল্যাহ গাজী, শাহজাহান মাস্টার,ম্যানেজিং কমিটির সদস্য হাজী সাহেব আলী,খাসকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির হোসাইন,হাজী মোস্তফা মিয়া সহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: