ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

অধিকারপত্রে সংবাদ প্রকাশের পর তন্তরে শালিসে হামলার ঘটনাটি মীমাংশিত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২ আগস্ট ২০২৩ ০৪:৩১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২ আগস্ট ২০২৩ ০৪:৩১

অধিকার পত্র পোর্টালে নিউজ প্রকাশের পর তন্তরে শালিসে হামলার ঘটনাটি মীমাংশিত

এম এ কাইয়ুম মাইজভান্ডারী:
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত, জনপ্রিয় অন-লাইন নিউজ পোর্টাল অধিকারপত্র ডটকম এ সংবাদ প্রকাশের পর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসারে শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় মন্দির কমিটির সাধারন সম্পাদকসহ ৩জন আহত হওয়ার ঘটনাটি স্থানীয়দের হস্তক্ষেপে আপোষ মীমাংসা করা হয়েছে ।

গত শনিবার বিকেলে তন্তর ইউনিয়নের কাননীসার এলাকায় এই ঘটনায় স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিরা পূনরায় বৈঠক বসে উভয় পক্ষের সম্মতিতে আপোষ মীমাংসা করে দেন।
উভয় পক্ষ স্থানীয়দের করা আপোষ মীমাংসার তাদের মনপ্রোত হওয়ায় মেনে নিয়ে পূর্বের ন্যায় হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে এলাকায় বসবাস করবে বলে সকলের কাছে অঙ্গীকার করেন। বিষয়টি মীমাংসা হওয়ায় স্থানীয়দের মাঝে খুশির ভাব চলে এসেছে বলে জানান কাননীসারর কালী মন্দির কমিটির সাধান সম্পাদক নবরঞ্জন দাস।



আপনার মূল্যবান মতামত দিন: