odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

তানোর কারিগরি কলেজের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি | প্রকাশিত: ১৫ August ২০২৩ ০১:৪১

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫ August ২০২৩ ০১:৪১

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষ্যে সোমবার দুপুরের দিকে কলেজের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

কলেজের প্রিন্সিপাল ওয়াসিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাত, থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম, কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মুকবুল হোসেন। আরো ছিলেন, কলেজের সিনিয়র প্রভাষক মরিয়ম বেগম, রেজাউল, আনিসুজ্জামান, আব্দুল জব্বার,নুরুল ইসলাম, রাজা, বিপুল, ইকবাল, লুৎফর রহমান, আনারুল ইসলাম, নাজমুল হক রঞ্জু, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারে কলেজি থেকে ১১৩ শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করবেন। শেষে বৃক্ষ চারা বিতরন ও ১৫ আগস্টে জাতির জনকসহ শহীদদের আত্মার মাগফিরাত এবং পরিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় কলেজের শিক্ষক কর্মচারী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: