ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল উদ্বোধন ২০ অক্টোবর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩ ২০:০০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩ ২০:০০

মেট্রো রেলের আগারগাঁও-মতিঝিল অংশ আগামী ২০ অক্টোবর (শুক্রবার) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

সেতুমন্ত্রী জানান, মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আগামী ২০ অক্টোবর উদ্বোধন উপলক্ষে ওই দিন বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (২০ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম নুরুল আমিন উল্লাহ নুরী, সেতুসচিব মো. মনজুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 



আপনার মূল্যবান মতামত দিন: