ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৪

বৃষ্টির মধ্যেও মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল আর স্লোগানে মুখরিত রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ছাত্রলীগের সমাবেশ শুরু হওয়ার কথা। সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে জড় হচ্ছেন নেতাকর্মীরা। এর মধ্যে দুপুর ২টার দিকে শুরু হয় বৃষ্টি।

বৃষ্টিকে উপেক্ষা করেই ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশ স্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। মিছিল আর স্লোগানও দিচ্ছেন নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও বৃষ্টির মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে দেখা যায়।



আপনার মূল্যবান মতামত দিন: