
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক আর নেই। মৃত্যুকালে জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়কের বয়স হয়েছিল ৪৯ বছর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিথ স্ট্রিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাদিনে স্ট্রিক।
জিম্বাবুয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা ডেনিসও।
তিনি একা যাননি, আমাদের ভালোবাসা ও শান্তিতে আচ্ছাদিত হয়ে গেছেন। আমাদের অন্তর অনন্তকালের জন্য স্ট্রিকের সঙ্গে মিশে গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: