
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৮ হাজার ৮৬০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত হার ছিল ৯০.৬৯ শতাংশ।
শুক্রবার (৯ মে) ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ইবি সহ দেশজুড়ে গুচ্ছভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৭ টি ভবনে (মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, ইবনে সিনা বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, ইবি স্কুল ও অনুষদ ভবন) এ পরীক্ষা নেয়া হয়।
পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
ইবি কেন্দ্রের 'এ' ইউনিটের সমন্বয়ক ইইই বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল হক বলেন, "পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। কোনো রকমের বড় অভিযোগ আমাদের কাছে আসে নাই।"
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “খুবই সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে, নিরাপত্তার কোনো সমস্যা নেই, অভিভাবকরাও পরীক্ষার হলের আশেপাশে নেই। গুচ্ছ যে স্বল্প খরচে কম সময়ে পরীক্ষা দেওয়ার একটি ভালো মাধ্যম এটা আবারও প্রমাণিত হলো।”
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: