ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গাদ্দাফির অনার্স বোর্ডে শান্ত-মিরাজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৪

এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার কঠিন সমীকরণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ৮৯ রানের বড় জয় পেয়েছে সাকব আল হাসানের দল। এই ম্যাচে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। আর তাতেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম লেখান দুই টাইগার ব্যাটার।

রোববার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জোড়া সেঞ্চুরি করাই ওয়ানডে ক্রিকেটের অর্নাস বোর্ডে নাম উঠেছে শান্ত-মিরাজের। ২০০৮ সালে মোহাম্মদ আশরাফুলও শতরান করে এই অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ানডে সংস্করণে কোনো খেলোয়াড় সেঞ্চুরি বা ৫ উইকেটের দেখা স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম যুক্ত হয়। মূলত ক্রিকেটারদের অর্জনকে আনুষ্ঠানিক স্বীকৃতি বা লিপিবদ্ধ করতেই এই বোর্ডে নাম অন্তর্ভুক্ত করা হয়। আর সেই সুবাদেই নাজমুল হোসেন শান্ত- মেহেদি হাসান মিরাজের নাম উঠেছে।



আপনার মূল্যবান মতামত দিন: