ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মেসির জোড়া গোলে চ্যাম্পিয়নদের হারাল মায়ামি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৪

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচ পর ফের জয়ে ফিরল ইন্টার মায়ামি। বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেসের মাঠে গিয়ে তাদেরকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মেসি বাহিনী। গোল না পেলেও মেসি পেয়েছেন দুইটি অ্যাসিস্ট।

এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে মায়ামি। টেবিলে তাদের পরের অবস্থান ঠিক তলানিতে থাকা টরন্টোর সংগ্রহ ২২ পয়েন্ট।

মেসিদের খেলা দেখতে বিএমও স্টেডিয়ামে বসেছিল তারার মেলা। গ্যালারিতে উপস্থিত ছিলেন ওয়েলসের প্রিন্স হ্যারি, হলিউড তারকা ওয়েন উইলসন, লিওনার্দো ডিক্যাপ্রিও, সেলেনা গোমেজ ও উইল ফেরেলের মতো সেলিব্রিটিরা। 



আপনার মূল্যবান মতামত দিন: