ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বড় জয়ে সুপার ফোরে ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৯

যেন ক্যাচ মিসের মহড়া দিচ্ছিল ভারত! প্রথম পাওয়ার প্লে’র পাঁচ ওভারে বিরাট কোহলি-শ্রেয়াস আয়ারদের হাত ফসকে বেরিয়ে যায় তিন তিনটি ক্যাচ। ভারতের এমন বাজে ফিল্ডিংয়ের ফায়দা লুটে পাল্লেকেলেতে নেপালকে দুর্দান্ত শুরু এনে দেন কুশল ভারটেল ও আসিফ শেখ। কিন্তু শার্দূল ঠাকুর এই জুটি ভাঙার পর নিয়ম করে উইকেট হারাতে থাকে নেপাল। শেষ পর্যন্ত দুই ওপেনারের পর শেষ দিকের ব্যাটারদের দৃঢ়তায় ২৩০ রান করতে পারে এশিয়া কাপের নবাগত দেশ নেপাল।

বৃষ্টির থাবায় পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং করতে পারেনি ভারত। নেপালের ম্যাচও বারবার বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। তাতে জয় আটকায়নি ভারতের। ২.১ ওভারে বিনা উইকেটে ১৭ রান করার পর দীর্ঘ সময় খেলা বন্ধ থাকায় তাদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান।

রোহিত শর্মা এবং শুভমান গিলের অপরাজিত হাফসেঞ্চুরিতে ১৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ডি/এল মেথডে ১০ উইকেটের বিশাল জয়েই সুপার ফোরে উঠল রহিত শর্মার দল।



আপনার মূল্যবান মতামত দিন: