ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিপিএলে খেলতে আসছেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৮

কিছু দিন আগে গুঞ্জন উঠেছিল ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি থেকে ১৫ কোটি রুপির প্রস্তাব পেয়েছেন বাবর আজম। তবে জানা যায়, সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন তারকা এ ব্যাটার। 

অবশেষে যেন সত্যি হতে চলেছে সেই কথা। ওয়ানডে ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটার বাবর হতে চলেছেন সাকিব আল হাসানের সতীর্থ।

আসন্ন ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাবর আজম। বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের অধিনায়কের সঙ্গে বুধবার রাতে সরাসরি চুক্তির ইঙ্গিত দিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজিটি।

রংপুর রাইডার্সের ফেসবুক পোস্টে বিষয়টি তারা নিশ্চিত করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি। 



আপনার মূল্যবান মতামত দিন: