ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রংপুর রাইডার্সে খেলবেন হাসারাঙ্গা-পুরান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর সামনে রেখে দল গুছিয়ে নিচ্ছে রংপুর রাইডার্স। দলটিতে দেখা যাচ্ছে তারকার ছড়াছড়ি। ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে সাকিব আল হাসান ও বাবর আজমের মতো বড় দুই নাম যুক্ত হয়েছে। এবার আরো দুই বিদেশি তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তির ঘোষণা দিল রংপুর রাইডার্স। 

সোশ্যাল মিডিয়ায় ক্লু এবং প্রতীকী ছবি পোস্ট করার মাধ্যমে রংপুর রাইডার্স নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নাম ঘোষণা করছে। আজ ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান ও লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে ভেড়ানোর খবর দিয়েছে তারা। 

উল্লেখ্য, সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে মাঠে গড়ানোর কথা বিপিএলের পরবর্তী আসর।



আপনার মূল্যবান মতামত দিন: