ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে এখন শীর্ষে নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৮

হলুদ জার্সিতে রেকর্ড গড়াই যার কাজ, তিনি নেইমার জুনিয়র। এবার ফুটবল কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন এই ব্রাজিলিয়ান পোস্টার ব্য়।

মঞ্চ প্রস্তুতই ছিল নেইমারের জন্য। নিজ দেশের মাটিতে দর্শকভর্তি স্টেডিয়ামে কিংবদন্তি পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার জন্যই মাঠে নেমেছিলেন নেইমার।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ৬১ মিনিটে স্কোরশিটে নিজের নাম তুলে পেলেকে টপকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন নেইমার।

ব্রাজিলের জার্সিতে ফুটবলের রাজা পেলের সর্বোচ্চ গোলের (৭৭) রেকর্ডটিকে নিজের করে নিয়েছেন নেইমার (৭৮)। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পেলেকে ছুঁয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।



আপনার মূল্যবান মতামত দিন: