
এশিয়া কাপে সাকিব আল হাসানের টসভাগ্য বেশ সুপ্রসন্নই মনে হচ্ছে। আজ শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তিনি টস জিতেছেন। তবে সিদ্ধান্ত নিয়েছেন বোলিং করার। এশিয়া কাপের ফাইনালে উঠতে হলে এই ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে। যদিও ম্যাচটিতে বৃষ্টির আশংকা আছে।
সর্বশেষ ম্যাচের একাদশ থেকে আজ একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আফিফ হোসেন ধ্রুব বাদ পড়েছেন। তার জায়গায় বাড়তি একজন স্পিনার হিসেবে নাসুম আহমেদ এসেছেন দলে।
বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, মেহেদি মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।
আপনার মূল্যবান মতামত দিন: