ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সাকিবের ভাষায় এশিয়া কাপ ‘রিয়েলিটি চেক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৬

সামনে যখন বিশ্বকাপ, তখন এই আসরের তিনটি বাজে হারের ইতিবাচক দিকও দেখতে পাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশেষ করে ব্যাটিংয়ের বাস্তবতায় বাংলাদেশ এখন কোন জায়গায় আছে, এশিয়া কাপ সেটিও চিহ্নিত করে দিয়েছে বলে মনে করেন সাকিব, ‘‘ব্যাটিং নিয়ে আমি অবশ্যই চিন্তিত। বেশ কিছুদিন ধরেই আমরা ভালো ব্যাটিং করছি না। সে জায়গাগুলো দেখার এবং চিন্তা করার আছে যে কিভাবে ঠিক করতে পারি।

বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট খুবই কাজে দিয়েছে। ‘রিয়েলিটি চেক’টা দরকার ছিল আমাদের।’’এখন দ্বিপক্ষীয় সিরিজ আর বড় আসরে খেলা বাংলাদেশ দলের মধ্যে আকাশ-পাতাল পার্থক্যও ধরা পড়ছে বাংলাদেশ অধিনায়কের চোখে, ‘‘দ্বিপাক্ষিক সিরিজে আমরা সবসময়ই ভালো খেলি। বলতে পারবেন না যে আমরা কখনো খারাপ দল ছিলাম।

এরকম বড় টুর্নামেন্টগুলোতেই আমাদের বড় পরীক্ষাগুলো হয়। যেখানে আমরা কখনোই আহামরি কিছু করি না। ২০০৭ বিশ্বকাপে জিতেছি ৩টি ম্যাচ, ২০১১-র বিশ্বকাপেও তা-ই। ২০১৫ এবং ২০১৯ সালেও সেই তিনটি করেই জয়। অনেকে অনেক কথা বলতে পারে।

কিন্তু যখনই ‘রিয়েলিটি চেক’টা হয়, তখন কিন্তু আমরা ব্যর্থই হয়েছি। এটি ভালো যে বিশ্বকাপের আগে আগে এই টুর্নামেন্টটি হয়েছে। সবাই অবশ্যই চিন্তা করবে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। তখন হয়তো আরো ভালো হবে।’’



আপনার মূল্যবান মতামত দিন: