ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে পাক-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০১

শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুরুতে তাণ্ডব চালালেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। মাঝের ওভারে দ্রুত তাদের সাজঘরে পাঠিয়ে খেলায় ফেরে পাকিস্তান। সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কিন্তু অনুমিতভাবে বাগড়া দিল বৃষ্টি।

একাধিকবার বৃষ্টির কারণে আজ আর মাঠে নামা হচ্ছে না দুই দলের। খেলা বন্ধ হওয়ার আগে ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে ভারত। কোহলি ৮ ও রাহুল অপরাজিত আছেন ১৭ রানে। রোহিত ৪৯ বলে ৫৬ ও শুভমান গিল ৫২ বলে ৫৮ রান করেছেন। 

গতকাল যেখানে খেলা থেমেছে আগামীকাল মঙ্গলবার সেখান থেকেই শুরু হবে। পুরো ৫০ ওভারের ম্যাচ হওয়ার কথা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: