
ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানের জোড়া সেঞ্চুরিতে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাকিস্তানকে সরিয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে অজিরা। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১২১, আর ১২০ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছে পাকিস্তান।
পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। র্যাংকিংয়ে পাকিস্তানের পরই রয়েছে ভারত। এছাড়া চারে নিউজিল্যান্ড আর পাঁচে ইংল্যান্ড। বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে।
আপনার মূল্যবান মতামত দিন: