ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বলিভিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৪

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসিহীন বলিভিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচে নামার আগে বড় ভয় ছিল লাপাজের উচ্চতা। শেষ পর্যন্ত সেই উচ্চতাকে জয় করেই ফিরেছেন আলবিসেলেস্তেরা।

মঙ্গলবার বলিভিয়ার মাঠ লাপাজে ম্যাচটি অনুষ্ঠিত হয় দিবাগত রাত ২টায়। ম্যাচে আলবিসেলেস্তেরা জয় পান ৩-০ গোলে। আর্জেন্টিনার হয়ে গোল করেন এনজু ফার্নান্দেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস।

তবে মেসিকে ছাড়াও যে আর্জেন্টিনা জিততে জানে তা মাঠের খেলায় প্রমাণ দিল। লাপাজের উচ্চতা জয় করে শেষ হাসি বিশ্বচ্যাম্পিয়নদের। 



আপনার মূল্যবান মতামত দিন: