
মাঝারি পূঁজি নিয়ে বোলিংয়ে নেমে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশি বোলাররা। রান তাড়ায় নেমে অভিষিক্ত পেসার তানজিম সাকিবের তোপের মুখে পড়ে ভারত। ইনিংসের দ্বিতীয় বৈধ বলেই ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (০) এনামুলের তালুবন্দি করেন তানজিম। ফিরতি ওভারে এসেই তিনে নামা তিলক ভার্মাকে (৫) বোল্ড করে দেন এই পেসার।
১৭ রানে দুই উইকেট হারানোর পর অপর ওপেনার শুভমান গিল এবং লোকেশ রাহুল হাল ধরেন। এই দুজনের ৫৭ রানের জুটি ভাঙে মেহেদি মিরাজের বলে লেকেশ রাহুল (১৯) আউট হওয়ায়। নতুন ব্যাটার ইশান কিশানকে (৫) লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি ইশান। অন্যদিকে ৩৪ বলে ২৬ করে সাকিবের বলে বোল্ড আউট হন সূর্যকুমার যাদব।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩২.৪ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান।
আপনার মূল্যবান মতামত দিন: