odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫
মুন্সিগঞ্জের সিরাজদিখানে

বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবে নিখোঁজের এক দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৯ September ২০২৩ ০২:৫৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৯ September ২০২৩ ০২:৫৩

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ সামছু উদ্দিন বেপারীর (৭০)লাশ সোমবার সকাল ৮ টায় ধলেশ্বরী নদীতে ভেসে উঠেছে । এর আগে গেলো রবিার সকাল ৬ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামের মৃত তাহের আলীর পুত্র ও ফুলহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন সুলিতানার বাবা সামছুউদ্দিন বেপারী গরুর ঘাসকাটার জন্য নিজের ডিঙ্গি নৌকা যোগে ধলেশ্বরী নদী পার হতে ছিলেন । এ সময় মদিনার ফুল নামক খালি একটি বাল্কহেড  ডিঙ্গি নৌকা ওপর উঠিয়ে দিলে নৌকা পানিতে তলিয়ে যায় এবং নৌকায় থাকা সামছুউদ্দিন বেপারী নিখোঁজ হন। গতকাল রবিবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও  সন্ধান পায়নি।  আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) ঘটনা স্থল থেকে ১৫ কিলোমিটার দূরে উপজেলার বালুচর এলাকায় বালুচর বাজার সংলগ্ন ধলেশ্বরী নদীতে লাশটি ভেসে উঠে ।

রাজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.তৈয়ব আলী ও ফুলহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান রাসেল লাশ উদ্ধাররের বিষয়টি নিশ্চিত করে বলেন , সকালে নিহতের স্বজনরা একটি ট্রলারে করে নদীতে নিখোঁজের সন্ধান করতে গিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে বালুচর নামক এলাকার নদীতে লাশ ভাসতে দেখে । পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ী নিয়ে আসেন ।

সিরাজদিখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,নদীতে স্রোতের কারনে লাশটি দূরে ভেসে যায়। স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে । ঘাতক বাল্কহেডটি রবিবার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা পুলিশ আটক করেছে । 



আপনার মূল্যবান মতামত দিন: