odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ইইউকে মিয়ানমারের বাণিজ্য সুবিধা বন্ধের আহ্বান মোমেনের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ September ২০২৩ ১১:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ September ২০২৩ ১১:২৬

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে হাঙ্গেরির সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিয়ার্তোর সঙ্গে বৈঠকে মিয়ানমারের বাণিজ্য সুবিধা বন্ধের আহ্বানও জানান ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের ওপর হাঙ্গেরি চাপ অব্যাহত রাখবে বলে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আশ্বস্ত করেছেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের অধীনে প্রদত্ত ইবিএ সুবিধা মিয়ানমার কর্তৃপক্ষ যাতে না পায় সে বিষয়ে হাঙ্গেরি সরকারের চেষ্টা থাকবে।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিয়ার্তোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: