
বিএনপিকে নেতৃত্বশূন্য করার জন্য ধরপাকড় করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে। বিএনপির কোনো নিরীহ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না।’
আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি উত্তরপাড়ায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কর্তৃক আয়োজিত খামারি অ্যাপের কার্যকারিতা যাচাই ও উচ্চ ফলনশীল জাতের ধান কর্তন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
আপনার মূল্যবান মতামত দিন: