ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নোবিপ্রবির বাসে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর

নোবিপ্রবি প্রতিনিধি | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩ ১৬:৩২

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩ ১৬:৩২

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষ্ণচূড়া বাসে ইটপাটকেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা। আজ বুধবার (৮ নভেম্বর) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। শহর থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনার লক্ষ্যে বাসটি সোনাপুর বাস ডিপো থেকে সুধারাম থানার সামনে যাওয়ার সময় দত্তের হাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের লুকিং গ্লাস ও জানালার কাচ ভেঙে যায়| তবে বাসটিতে শিক্ষার্থী না থাকায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কৃষ্ণচূড়া বাসের চালক আহত না হলেও এ সময় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। চালক আরিফুল ইসলাম প্রধান বলেন, বাস ডিপো থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে শহরের মাইজদী যাওয়ার পথে সকাল 8টার দিকে দত্তের হাট পেট্রল পাম্প এলাকায় ৮ থেকে ১০ জন লোক বাসের সামনের দিকে এসে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. কাওসার হোসেন বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে নিরাপত্তার বিষয়টি জোরদার করব। 



আপনার মূল্যবান মতামত দিন: