
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে তৃণমূল বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সাংবাদিক ও আইনজীবীও।
যোগদান অনুষ্ঠান শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তৃণমূল বিএনপির প্রতিটি সদস্য দলের নেতা।
আমরা সব নেতাকর্মীর মতামত শুনব, নির্বাচনের প্রস্তুতি নেব। আশা করি, আগামী নির্বাচনে আমরা ৩০০টি আসনেই প্রার্থী দেব। প্রতিটি আসনে একজন করে তৃণমূল বিএনপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজয়ী হয়ে তারা সংসদে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: