ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আমিনপুর থানায় নতুন ওসির যোগদান

শরিফুল ইসলাম (পাবনা প্রতিনিধি) | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩ ১৪:০৫

শরিফুল ইসলাম (পাবনা প্রতিনিধি)
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩ ১৪:০৫

শরিফুল ইসলাম, পাবনা প্রতিনিধি: পাবনা আমিনপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে যোগদান করলেন মোঃ হারুনুর রশিদ। গত বুধবার বিকেল ৪টায় তিনি আমিনপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে হারুনুর রশিদ সততা দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন টাংগাইল জেলার বাসাইল থানায়।সেখানে পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে ২ বছর ২ মাস দায়িত্ব পালন শেষে আমিনপুর থানায় যোগদান করেন।

আমিনপুর থানার নবাগত পুলিশ পরিদর্শক (ওসি) হারুনুর রশিদ বলেন, আমি এখানকার স্থানীয় বেশ কিছু মানুষের সাথে কথা বলে জেনেছি আমিনপুর একটি শান্তিপ্রিয় জায়গা, এবং এখানকার মানুষ যথেষ্ট আন্তরিক। আমিনপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি এই থানা এলাকায় দালালমুক্ত, মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে কাজ করে যাব।

এসময় বিদায়ী ওসি আনিসুর রহমান নবাগত ওসি হারুনুর রশিদকে ফুল দিয়ে বরণ করেন এবং দায়িত্ব হস্তান্তর করেন।বিদায়ী ওসি আনিসুর রহমান আমিনপুর থানায় ১১ মাস সততার সহিত দায়িত্ব পালন শেষে টুরিস্ট পুলিশে যোগদান করবেন বলে জানাযায়।



আপনার মূল্যবান মতামত দিন: