
চট্টগ্রাম নগরের প্রধান সড়কে তৈরি হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শহর থেকে বিমানবন্দরে দুই ঘণ্টার পথ যেতে সময় লাগবে ৩০ মিনিট। দক্ষিণ চট্টগ্রামের মানুষ বাকলিয়া এক্সেস রোড দিয়ে সহজেই প্রবেশ করতে পারবে মূল শহরে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহন ফৌজদারহাট হয়ে দ্রুত প্রবেশ করতে পারবে মূল শহরে।
সরকারি কর্মকর্তাদের জন্য ৯ ভবনে তৈরি করা হয়েছে ৬৮৪টি ফ্ল্যাট। এসব উন্নয়ন প্রকল্পের কাজ শেষ। আগামী মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২৮ অক্টোবর উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু টানেল এবং ১১ নভেম্বর উদ্বোধন করা হয় দোহাজারী-কক্সবাজার রেললাইন।
ফলে চট্টগ্রামে এখন চলছে উন্নয়ন উৎসব। প্রকল্পগুলোর সুফল ভোগ করবে চট্টগ্রামবাসী।
আপনার মূল্যবান মতামত দিন: