
নিজস্ব প্রতিবেদক :
'বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না'- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দেশের সকল ভূমিহীন এ গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ৫ম পর্যায়ে সিরাজদিখান উপজেলায় ১৮টি পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার ১৪ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬০ টি উপজেলাসহ ১১ টি জেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করেন তিনি। সেই সাথে মুন্সিগঞ্জ জেলা ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে।
জেলার ৬ টি উপজেলার মধ্যে আগেই ৩ টি উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়। মঙ্গলবার বাকি ৩টি উপজেলা মুন্সিগঞ্জ সদর, লৌহজং ও সিরাজদিখান উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করেন। ২৪ টি মন্ত্রণালয়ের ৬৪৪ টি অবকাঠামো উদ্বাধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা করেন।
ইতোমধ্যে সিরাজদিখানে ১ম পর্যায়ে ২৫ টি, ২য় পর্যায়ে ৭৫ টি, ৩য় পর্যায়ে ১৫ টি, ৪র্থ পর্যায়ে ৪৬ টি সহ মোট ১৭৯ টি ভূমিসহ গৃহ প্রদান করা হয়েছে। এছাড়া সিরাজদিখানের রশুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ ৩ টি বিদ্যালয়ের ভবন নির্মাণ উদ্বোধন করা হয়।
সিরাজদিখান উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, সরকারি কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, প্রাণি সম্পদ উন্নয়ন কর্মকর্তা ডা. শবনম সুলতানা, কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: