ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

তফসিল ঘোষণার পর সারাদেশে স্বাগত মিছিল করবে আওয়ামীলীগ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩ ১০:৪০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩ ১০:৪০

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এটিকে স্বাগত জানিয়ে সারা দেশে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার দলীয় বৈঠকের পর এ কথা জানিয়েছে তারা। বৈঠক থেকে কর্মসূচিসংক্রান্ত নানা সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধে সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আরো বেশি সতর্ক অবস্থায় ও সতর্ক পাহারায় থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে তফসিল ঘোষণা হলে তফসিলকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে এবং সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়নেও মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকে কেমন কর্মসূচি নেওয়া হবে, সেই পরিকল্পনা গোছানো হচ্ছে। আজ বুধবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: