
ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মামলায় গ্রেপ্তার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরা কারামুক্ত হয়েছেন। গ্রেপ্তারের ১৪ মাস ২৩ পর আজ সোমবার সকাল ৯টার দিকে তাঁকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কারাগার থেকে বেরিয়ে খাদিজা সাংবাদিকদের বলেন, ‘আমি নির্দোষ। অন্যায়ভাবে আমাকে প্রায় ১৫ মাস জেল খাটতে হয়েছে।
কাশিমপুর মহিলা কারাগারের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ সুপার শাহজাহান মিয়া বলেন, রবিবার সন্ধ্যায় জামিনের আদেশ আসার পর যাচাই-বাছাই করে সকালে খাদিজাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বড় বোন মুনিরা কারাফটক থেকে খাদিজাকে গ্রহণ করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: