
রাজধানী ঢাকাসহ সারাদেশে (২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর) গত ২৪ দিনে বিএনপি-জামায়াত শিবিরের অবরোধে দুর্বৃত্তরা ১৯৭টি বিভিন্ন যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে "দি লাইফ সেভিং ফোর্স বাহিনী"।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নির্বাপণে ঢাকাসহ সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৪১ টি ইউনিট ও ১৮৮৮ জন জনবল কাজ করে। এখন পর্যন্ত এসব ঘটনায় দু’জন ফায়ার ফাইটার ও তিনজন যাত্রীসহ ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতার অগ্নিকান্ডে ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা পুড়ে যায়।
যানবাহনের মধ্যে ১১৮টি বাস, ২৬টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল, ২টি প্রাইভেটকার, মাইক্রোবাস ৩টি, পিকআপ ৩টি, সিএনজি ৩টি, ২টি ট্রেন, ১টি নছিমন, ৩টি লেগুনা, ১টি ফায়ার সার্ভিস’র পানিবাহী গাড়ি, ১টি পুলিশের গাড়ি, ১টি অ্যাম্বুলেন্স, বিএনপি অফিস ৫টি, আওয়ামী লীগ অফিস ১টি, পুলিশ বক্স ১টি, কাউন্সিলর অফিস ১টি, বিদ্যুৎ অফিস ২টি, বাস কাউন্টার ১টি, শোরুম ২টি এবং ২টি স্থাপনা রয়েছে।
সূত্র: বাসস
আপনার মূল্যবান মতামত দিন: