ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিদেশি দূতাবাস গুলোতে বিএনপির চিঠি প্রদান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩ ১৯:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩ ১৯:১৮

বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনাসহ চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে অগ্নিসংযোগ, ভাঙচুর, বিস্ফোরণ, দলীয় নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট এবং গুপ্তহত্যার বিবরণ তুলে ধরে এই চিঠি দেওয়া হয়।

গত মঙ্গলবার বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও কূটনৈতিক মিশনে এই চিঠি দিয়েছে দলটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, অগ্নিসংযোগ ও সংঘাত নিয়ে ক্ষমতাসীন দলকে দায়ী করে বিস্তারিত উল্লেখ করা  হয়েছে। একই সঙ্গে ‘চলমান গুম, খুন এবং সহিংসতার’ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: