ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সিলেট রেলস্টেশনে উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩ ০৮:৪১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩ ০৮:৪১

সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রেল কর্তৃপক্ষ বলছে, তদন্তের পর প্রকৃত কারণ বলা যাবে। তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে সিলেটের মেয়র দাবি করেছেন এটি বিএনপির নাশকতা। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা রুটে চলাচলকারী উপবন এক্সপ্রেস ট্রেন রেল স্টেশনে দাঁড়িয়েছিল। রাত সোয়া ১১টায় ট্রেনটির সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। বগিতে আগুন দেখতে পেলে লোকজন ছোটাছুটি শুরু করেন। এসময় রেলওয়ে পুলিশের সদস্যরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম। তিনি রাত ১২টার দিকে বলেন, ‘আনুমানিক সাড়ে ৯টার দিকে আমরা খবর পাই বগিতে আগুন লেগেছে। দৌড়ে বের হয়ে এসে দেখি আগুন জ্বলছে। আমরা আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা এসে আগুন নেভায়।



আপনার মূল্যবান মতামত দিন: