
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল তৃণমূল বিএনপি। এই লক্ষ্যে তারা নির্বাচন কমিশনে (ইসি) আবেদনও করেছে।
বুধবার তৃণমূলের মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমাদের দলীয় প্রতীকের বাইরে যদি নৌকা প্রতীক নিয়ে কেউ নির্বাচন করতে চায়, তাতে কোনো সমস্যা নেই। ’
ইসি সূত্রে আগে জানা গিয়েছিল, নির্বাচন কমিশনে নিবন্ধন না পাওয়া প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তাদের দলীয় প্রতীক সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
আগামী কয়েক দিনের মধ্যে আরো বড় ধরনের চমক রয়েছে জানিয়ে তিনি বলেন, অনেক ত্যাগী নেতা তৃণমূল থেকে নির্বাচন করতে আগ্রহ দেখাচ্ছেন।
আপনার মূল্যবান মতামত দিন: