ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩ ১৫:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩ ১৫:৩৮

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে সড়কে নেমেছেন অভিভাবকদের একাংশ। তারা জানান, এই শিক্ষাব্যবস্থা দেশের সমাজ ব্যবস্থা ও পারিপার্শ্বিকতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আজ শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সম্মিলিত শিক্ষা আন্দোলনের আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। 

অভিভাবকরা বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলছে, ডিজিটাল ডিভাইসে আসক্তি বাড়ছে।

শিক্ষার্থীদের মেধা যাচাই নেই পরীক্ষা ও কার্যকরী মূল্যায়ন পদ্ধতি। ত্রিভুজ, চতুর্ভুজ কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে শিক্ষার্থীদের মেধাকে মূল্যায়ন করা সম্ভব না। 



আপনার মূল্যবান মতামত দিন: