ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ডামি নির্বাচন বাতিল করতে হবে : আ স ম আবদুর রব

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৩ ১৯:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৩ ১৯:১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যায়িত করে অতি দ্রুত নির্বাচন বাতিল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থাসমূহের মর্যাদা সুরক্ষার দাবি জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানান আ স ম আবদুর রব।

বিবৃতিতে আ স ম রব বলেন, গণঅভিপ্রায়কে উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিযোগিতাহীন প্রহসনমূলক ডামি নির্বাচনের সার্কাসে রূপান্তর করার এই নির্বাচন অনুষ্ঠানের রাজনৈতিক ও নৈতিক প্রয়োজন ফুরিয়ে গেছে। একতরফা নির্বাচনের আয়োজনে ডামি প্রার্থী রাখার সরকারি ঘোষণা বা নির্দেশনা পুরো নির্বাচনকেই ডামি নির্বাচন হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করে ফেলেছে।

অবিলম্বে একতরফা প্রতিযোগিতাহীন ডামি নির্বাচন বাদ দিতে হবে। 



আপনার মূল্যবান মতামত দিন: