
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নির্বাচনে আসতে ভয় পায়। নির্বাচন যাতে না হয় তারা এখন সে ষড়যন্ত্র করছে। কিন্তু চোরাগোপ্তা হামলার জন্যও কর্মী পাচ্ছে না।
আজ রবিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, ‘তারা (বিএনপি) এখন অবরোধ ডাকছে, হরতাল ডাকছে। লন্ডনে বসে দেশের ক্ষতি করার জন্য নির্দেশ দিচ্ছে। ভাড়া করা টোকাই দিয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।’ তাতেও কর্মী পাচ্ছে না পেয়ে ব্যর্থ দলে পরিণত হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: