
আগামী ৬ ও ৭ ডিসেম্বর (বুধ ও বৃহস্পতিবার) সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই সঙ্গে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উলেক্ষে গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার, মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপি নেতাকর্মীর পরিবারসহ সারা দেশে সাধারণ জনগণকে নিয়ে ঢাকাসহ দেশব্যাপী জেলা সদরে মানববন্ধন করবে দলটি।
আজ সোমবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, বুধবার (৬ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সারা দেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টার অবরোধ পালিত হবে। পাশাপাশি আগামী রবিবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী সব জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: