ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন : ইনু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩ ১৮:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩ ১৮:২৬

জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। মঙ্গলবার বিকেলে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাসদ সভাপতি।  

ইনু বলেন, যেকোনো লেনদেনের দর কষাকষি হবে, মন কষাকষি হবে। বন্ধুদের মধ্যে দরকষাকষি হয়, মন কষাকষি হয়। দিনের শেষে হাসিমুখে হাত ধরাধরি করে বেরিয়ে যাব। এখানে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী উঠে যাবে।  এবং প্রার্থীরা নৌকা মার্কায় নির্বাচন করবেন। 



আপনার মূল্যবান মতামত দিন: