
জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আলোচনা না হওয়ায় ঝুলে আছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির নানা সমীকরণ। জাতীয় পার্টি কি সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগের ছাড় পাওয়া আসন বুঝে নেবে, নাকি বড় বিরোধী দল হতে ভোটের মাঠে লড়বে এই মুহূর্তে এটাই বড় প্রশ্ন।
জাতীয় পার্টির সঙ্গে আলোচনা চূড়ান্ত না হওয়ায় ১৪ দলীয় শরিকদের মধ্যে এখনো আসন বণ্টন করতে পারছে না আওয়ামী লীগ। শরিক কোন দলকে আওয়ামী লীগ কত আসন ছাড় দেবে, সেটা অনেকাংশে নির্ভর করছে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা কেমন হচ্ছে, তার ওপর।
দ্বাদশ জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় জাতীয় পার্টি। সে ক্ষেত্রে একাদশ সংসদের চেয়ে দ্বাদশ সংসদে বেশি আসনের লক্ষ্য তাদের।
আপনার মূল্যবান মতামত দিন: