
সরকারের পাতানো নির্বাচন যেকোনো মূল্যে জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে শাহজাহানপুর সড়কে ‘ঝটিকা’ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই হুঁশিয়ারি দেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার তার বশংবদ নির্বাচন কমিশন ও সাজানো প্রশাসনকে দিয়ে যে একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে, তা দেশের মানুষ মানে না। আন্তর্জাতিক বিশ্বও তাদের এই সাজানো নাটক দেখছে।
আমি বলতে চাই, অবৈধ তফসিল জনগণ মানে না। তোমাদের পাতানো নির্বাচন যেকোনো মূল্যে জনগণ রুখে দেবে।’
আপনার মূল্যবান মতামত দিন: