ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

জ্বালাও-পোড়াওকারীদের রাজনীতি করার অধিকার নেই: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৮:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৮:২৭

বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, যারা মানুষ হত্যার পরিকল্পনা করে তারা কোন গণতন্ত্র দেবে? এটা মানুষ বোঝে বলেই তাদের আন্দোলনে সাড়া দেয় না। এরা গণতন্ত্রের কথা বলে কোন মুখে। হত্যাকারীরা কখনও গণতন্ত্রের জন্য কাজ করে না।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আয়োজিত ‌জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি-জামায়াত) নাকি গণতন্ত্র উদ্ধারের আন্দোলন করবে, গণতন্ত্র বানান করতে পারে? যারা জ্বালাও-পোড়াও করে, রেললাইন উপড়ে ফেলে তারা পরাজিত শক্তির দোসর। এদের না বলুন। এদের রাজনীতি করার অধিকার নেই।



আপনার মূল্যবান মতামত দিন: