ঢাকা | রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

নয়াপল্টনে কর্মসূচি ঘোষণা করল বিএনপি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩ ২২:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩ ২২:৪৫

গত ২৮ অক্টোবরের সমাবেশের দেড় মাস পর নয়াপল্টনে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  আগামীকাল শনিবার বেলা ১টার দিকে নয়াপল্টন থেকে বিজয় র‌্যালি শুরু করবে দলটি। মহান বিজয় দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করা হবে।

আজ শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে। এরপর দুপুর ১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালি বের করা হবে। র‍্যালিটি মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে।



আপনার মূল্যবান মতামত দিন: