ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নন্দীগ্রামে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

odhikar patra | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৮:৪২

odhikar patra
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৮:৪২

নন্দীগ্রাম (বগুড়) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ই ডিসেম্বর) সূর্যদ্বয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তপোধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের শুভ সুচনা হয়। পরে উপজেলার পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক মহল, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনগন। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ৮ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে প্যারেড প্রদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। এতে থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও দুপুর ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেই সাথে বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণর এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ , উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মোহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন, জেলা পরিষদের সদস্য মুকুল মিঞা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, রাজনৈকিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সূধীজন।



আপনার মূল্যবান মতামত দিন: