
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সমঝোতায় পৌঁছানোর জন্য জাতীয় পার্টিকে (জাপা) একটি নির্দিষ্ট সংখ্যক আসনের ধারণা দেওয়া হয়েছে। তারা তাদের মতো চেয়েছে। আসন সমঝোতা মানেই নৌকা প্রত্যাহারের বিষয় আছে। সমঝোতা হলে নীতিগতভাবেই নৌকা প্রত্যাহার করা হবে।
আজ রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আজ বিকেল চারটার মধ্যে আসন বণ্টন চূড়ান্ত হবে। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কাজেই গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) যেসব বিধিবিধান আছে সেটা মেনে আমরা প্রার্থি প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছি।
আপনার মূল্যবান মতামত দিন: