
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আজ ও আগামীকালের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। আজ মনোনয়নপত্র প্রত্যাহার আর কাল প্রতীক বরাদ্দ। সুতরাং জাতীয় পার্টি নির্বাচন কিভাবে করবে নাকি করবে না তা আজকের মধ্যে স্পষ্ট করা হবে। বিকেলেই বিস্তারিত জানানো হবে।
আজ রবিবার বেলা ১টায় জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, ‘আমাদের চেয়ারম্যান পার্টি অফিসে আছেন। তিনি জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেছেন। আরো নেতাদের সঙ্গে কথা বলা দরকার। তাদের সঙ্গে কথা বলে আজ বিকেলে আমরা বিস্তারিত জানাব।’
আপনার মূল্যবান মতামত দিন: