ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে মাদকসহ ২ জন আটক

রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩ ১৯:০৬

রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩ ১৯:০৬

রবিউল ইসলাম মিনাল :গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়ন’ চর হনুমন্তনগর ২১ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় রাত্রী আনুমান -০৪.১৫ মিনিটের দিকে র‌্যাব-৫ অপারেশন পরিচালনা করে হেরোইন-০৫ কেজি ২০০ গ্রাম, মোবাইল-০১টি, সীম-০১ টি, ও নগদ-১,১০,০০০/- টাকা উদ্ধার করেন এবং ১। মোঃ কাজিম উদ্দিন তৈয়ব (৪৪), পিতা-গিয়াস উদ্দিন, ২। মোঃ জীবন আলী (১৭), পিতা-মোঃ কাজিম উদ্দিন তৈয়ব, উভয় সাং-চরহনুমন্তনগর, ইউপি-চরআষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে আটক করেছে।

র‌্যাব-৫ সূত্রে জানা যায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, মোঃ কাজিম উদ্দিন তৈয়ব এবং তার ছেলে মোঃ জীবন আলী সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। আটককৃত কাজিম উদ্দিন তৈয়ব এর মাদকের চালান সংগ্রহ করার বাইরেও মাদক সংক্রান্ত সকল ধরণের হিসাব-নিকাশ অর্থাৎ একাউন্টেন্ট এর কাজ করত তার ছেলে মোঃ জীবন আলী। এই চক্রটির সদস্যরা এলাকায় বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে বিপুর পরিমাণ হেরোইন চোরাচালান করে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন: