
নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলার বালুচরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদকে বিজয়ী করতে ভোট চাইলেন শ্রীনগর উপজেলার ১৩জন চেয়ারম্যান। বুধবার ( ৩ জানুয়ারি ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বালুচর বাজার চৌরাস্তা সংলগ্ন মাঠে নির্বাচনী আলোচনা সভায় ভোট চান তারা।
শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুনের নেতৃত্বে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ থেকে আগত চেয়ারম্যানরা নৌকার পক্ষে ভোট চেয়ে বলেন, বিগত ৫২ বছর আপনারা শুধু আমাদের দিয়ে গিয়েছেন। আজ আমরা এসেছি আপনাদেরকে দিতে। আপনাদের মাটির সন্তান জননেতা মহিউদ্দিন আহমেদকে আপনারাও ভোট দিয়ে বিজয়ী করবেন।
বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেকচান মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-১ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ড. নূহ উল আলম লেনিন, শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউপি চেয়ারম্যান ও শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লা খান মুন, তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবর, রাড়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, শ্যামসিদ্ধ ইউপি চেয়ারম্যান জিএস নাজির হোসেন, আটপাড়া ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন, কোলাপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাছের তানজিল, বাড়ৈখালি ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা পরিষদ মহিলা ভাইস এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল করিম, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, বালুচর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, লতব্দী ইউপি হাফেজ ফজলুল হক প্রমুখ।
আলোচনা সভায় জেলা,উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদ সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।#
আপনার মূল্যবান মতামত দিন: