
পাবনা থেকে শরিফুল ইসলামঃ পাবনা আমিনপুর থানা ছাত্রলীগের উদ্যোগে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
আজ ৪ই জানুয়ারি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমিনপুর থানাধীন কাশিনাথপুর ফুলবাগান বাস স্ট্যান্ড মোরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে আমিনপুর থানা ছাত্রলীগের অন্যতম বিপ্লবী ছাত্র নেতা রোমান তারেকের নেতৃত্বে একটি আনন্দ রেলি কাশিনাথপুর ফুলবাগান বাস স্ট্যান্ড মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে আনন্দ রালিটি শেষ হয়।
পরে আমিনপুর থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাত্রনেতা ও কর্মীদের উপস্থিতিতে কেক কর্তন ও মিষ্টি বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বেড়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান রেজাউল হক বাবু। এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,আমিনপুর থানা ছাত্রলীগ নেতা মোল্লা আরমান, আমিনপুর থানা ছাত্রলীগ নেতা মহিবুল ইসলাম মিহাল, আমিনপুর থানা ছাত্রলীগ নেতা শেখ মোঃ রকি, পুরান ভরাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোহাম্মদ মিরাজুল ইসলাম, জাতসাখিনী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোঃ বিপু শেখ, রানীনগর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোঃ রাজিবুল ইসলাম, আহাম্মদপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শেখ মোহাম্মদ শুভ মুন্সী, রূপপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শেখ মোঃ আকাশ, রানীনগর ছাত্রলীগের সদস্য শেখ মোঃ শিশির সহ আমিনপুর থানা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: