ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কাজ করা সম্ভব  হবে না -সাবিলা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৭ ১৩:২০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৭ ১৩:২০

পরিক্ষার  জন্য নাটকের শুটিং কমিয়ে দিয়েছে চলচিত্র মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। কারণ হিসেবে তিনি বলেন, ‘‘আমি ব্র্যাক-বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স প্রথম বর্ষে পড়ছি। ১০ই ডিসেম্বর থেকে আমার প্রথম বর্ষের ফাইনাল  পরীক্ষা শুরু। এখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি।’‘

সাবিলা নূর আরও বলেন, ‘‘পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে। ১০ই থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। তাই  এর মধ্যে আর কাজ করা সম্ভব  হবে না। ‘’ গত মাসে সাবিলা নূর শেষ শুটিং করেছেন ‘‘ফিনিক্স পাখির ডানা’’ নামে এক ঘণ্টার নাটকে। তবে পরীক্ষা শেষে র দিন থেকে নাটকের শুটিংয়ে অংশ নেবেন বলে জানান সাবিলা। তিনি  বলেন, ‘পরীক্ষা শেষ করে এসে ওই দিন বিকেল থেকে সাগর জাহানের ‘ল্যাম্পপোস্ট’ ধারাবাহিকের শুটিং করব। ২১ ডিসেম্বর পর্যন্ত শুটিং চলবে এই ধারাবাহিকের।’ পরবর্তী সময়ে ’ক্যানডি ক্রাশ’, ’বেসিক আলী’ ও ’ব্যাচেলর পয়েন্ট’ নামে আরও তিনটি ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন সাবিলা নূর।



আপনার মূল্যবান মতামত দিন: