
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে আজ ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতীয় দল আদর্শ ও স্মরণের ফিফটি পেরোনো ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানের সংগ্রহ তোলে। বাংলাদেশের পক্ষে পেসার মারুফ মৃধা ৫ উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় খুব বেশি প্রতিরোধ গড়তে পারেনি লাল সবুজের দল। ফলে ১৬৭ রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস, পরাজয়ে ব্যবধানটা ৮৪ রানের।
আপনার মূল্যবান মতামত দিন: